মার্কিন সেনাদের আদেশ অমান্যের আহ্বান জানানোয় বিপাকে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শনিবার এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্র জানায়, তাঁর ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
বেপরোয়া ও উসকানিমূলক আচরণের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করা এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট পেত্রো। যদিও অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বনেতাদের উদ্দেশে গাজায় হামাসবিরোধী অভিযান চালাতে ইসরায়েলকে সময় দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন তিনি। এ প্রেক্ষাপটেই পেত্রোর বিক্ষোভে অংশগ্রহণ ও বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্রঃ আল-জাজিরা