
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক ধাপ এগিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে। একই সঙ্গে আর্জেন্টিনা দলও এক ধাপ এগিয়ে ৩ নম্বর থেকে ২ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার ফিফা র্যাঙ্কিং হালনাগাদের আগে দুটি ম্যাচ খেলেছে। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪–৩ গোলে হেরে যায় হাভিয়ের কাবরেরার দল, দ্বিতীয় ম্যাচে ১–১ ড্র করে।
র্যাঙ্কিংয়ে এগোলেও ৫.১৮ পয়েন্ট কমেছে বাংলাদেশের। বর্তমানে তাদের পয়েন্ট ৮৯৪.০৪। আগে ছিল ৮৯৯.২৪। ব্রুনেই দারুসসালাম ১৯ পয়েন্ট হারিয়ে ২ ধাপ নিচে (১৮৫) নেমে যাওয়াতেই এগোনোর পথ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ এগোলেও হংকংয়ের দুই ধাপ অবনমন হয়েছে। ১৪৬ নম্বর থেকে ১৪৮ নম্বরে নেমেছে দলটি। যদিও ৫.১৮ পয়েন্ট বেড়েছে তাদের। বর্তমানে তাদের পয়েন্ট ১০৫২.৫৪। আগে ছিল ১০৪৭.৩৬।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এক ধাপ এগিয়েছে। তাদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৭২.৪৩, আগের ছিল ১৮৭০.৩২। গত সপ্তাহে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তোরিকোকে ৬–০ গোলে হারিয়েছে।
শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এক ধাপ নেমেছে, কিলিয়ান এমবাপ্পের দল ২ থেকে ৩ নম্বরে নেমেছে। ৪ থেকে ৭ নম্বর অবস্থানেও কিছু পরিবর্তন এসেছে। ব্রাজিল ২.৭৫ পয়েন্ট হারিয়ে ৬ থেকে ৭ নম্বরে নেমেছে। নেদারল্যান্ডস ৬-এ উঠে এসেছে। ইংল্যান্ড ও পর্তুগাল আগের অবস্থান যথাক্রমে ৪ ও ৫ নম্বরে রয়েছে।