বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা সিটিতে বোমাবর্ষণ: প্রাণ গেল অন্তত ৪৯ জনের

gaza-israeli-hamla-49-killed-6000-displaced
ছবি: সংগৃহীত

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণে নতুন করে অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। ধ্বংস হয়েছে জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রসহ বহু ভবন, ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রবিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা সিটিতে ভয়াবহ হামলায় একদিনেই ৪৯ জন প্রাণ হারান। নির্বিচারে বোমাবর্ষণে বহু ভবন মাটির সঙ্গে মিশে যায় এবং স্কুলভিত্তিক জাতিসংঘের আশ্রয়কেন্দ্রও ধ্বংস হয়ে যায়। শুধু গাজা সিটিতেই এদিন ৪৯ জন নিহত হলেও গোটা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ জনে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে দুই লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা গাজা সিটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। সেনাবাহিনীর আরবি মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, নিজেদের নিরাপত্তার জন্য আড়াই লক্ষাধিক মানুষ শহর ছেড়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটি ও আশপাশে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস করে।

এমন পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতি দিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলের এই হামলায় ক্রমেই বাড়ছে বেসামরিক হতাহত এবং ধ্বংস হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়