শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় অনাহারে ৩৭০ ফিলিস্তিনির মৃত্যু

gaza-manobik-sankot-death-israel-hamas-war
ছবি: সংগৃহীত

গাজায় তীব্র খাদ্য সংকট ও অনাহারের কারণে এ পর্যন্ত ৩৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১৩১ জন শিশু রয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন অনাহারে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন গাজা সিটির বাসিন্দা। এছাড়া ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি গুলিতে আরও চারজন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে হামাস জানিয়েছে, তারা গাজা পরিচালনায় একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠন এবং একটি সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত। এই প্রস্তাবের আওতায় ইসরায়েলের হাতে থাকা সব বন্দী মুক্তির কথাও বলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, কেবল মন্ত্রিসভার নির্ধারিত শর্তেই যুদ্ধের অবসান সম্ভব।

গাজার পাশে দাঁড়িয়ে ব্রিটিশ কোম্পানি বন্ধ রাখল একদিন

এদিকে ইসরায়েলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় সব অংশ সংযুক্ত করার পরিকল্পনা প্রকাশ করে নেতানিয়াহুর কাছে অনুমোদনের আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৩ হাজার ৭৪৬ জন নিহত এবং এক লাখ ৬১ হাজার ২৪৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়