বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা শান্তির পথে: ট্রাম্প-আল-সিসি সম্মেলনে মোদির আমন্ত্রণ

gaza-shanti-sirsha-sammelan-modi-invitation
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম-এল শেখে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা ‘শান্তি শীর্ষ সম্মেলনে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী অফিস (পিএমও) এখনও আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতি নিশ্চিত করেনি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মোদিকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে, ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের পর গোর বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার অসাধারণ বৈঠক হয়েছে। আমরা প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্যবান মনে করে, এবং ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে একজন মহান ও ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখেন।

প্রধানমন্ত্রী মোদি তার এক্স হ্যান্ডেলে বলেন, মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার মেয়াদ ভারত-মার্কিন বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

ট্রাম্প ও আল-সিসি এই সম্মেলনের সভাপতিত্ব করবেন, যেখানে প্রায় ২০টি দেশের নেতা অংশগ্রহণ করবেন। মিশরের প্রেসিডেন্ট দফতর জানিয়েছে, সম্মেলন শার্ম-এল শেখে লোহিত সাগরের তীরে অনুষ্ঠিত হবে।

শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা।

আল-সিসি ইতোমধ্যেই জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতাদের আমন্ত্রণ পাঠিয়েছেন। এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়