
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ-পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে। তাত্পর্যপূর্ণভাবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথিরা প্রায়ই এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এবং জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়।
নিউজটি পড়েছেন : ৬৬