ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ জন কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর রবিবার আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি গত ২৪ ঘণ্টার মধ্যে সানায় জাতিসংঘের ভবনে হুথিদের দ্বিতীয় অভিযান।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, হুথি বিদ্রোহী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন—এই সংকট দ্রুত সমাধান, সব কর্মীর মুক্তি এবং সংস্থার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে।
পৃথকভাবে জাতিসংঘের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযানের সময় হুথি বাহিনী কম্পিউটার, ফোন ও সার্ভারসহ অফিসের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন—যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ ও মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)। জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে হুথি বিদ্রোহীদের হাতে ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক রয়েছেন।
অন্যদিকে হুথি পক্ষ দাবি করেছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। তবে জাতিসংঘ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।





















