ইরান তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়া থেকে নতুন ধরনের যুদ্ধবিমান সংগ্রহ করছে। এর অংশ হিসেবে, রাশিয়ার মিগ-২৯এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ।
স্থানীয় সময় মঙ্গলবার, ইরানি সংবাদমাধ্যম দিদবান-এর মাধ্যমে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে। জোহরেভান্দ জানান, নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে ইরানের শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান বর্তমানে আরও উন্নত রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ইরানের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয়, দেশটি রাশিয়ার এস-৪০০ এবং চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে। জোহরেভান্দ জানিয়েছেন, এসব বিষয়ে যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সংবাদ বিশ্লেষকরা মনে করছেন, ইরান ধীরে ধীরে বড় সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছে।