বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হলো ইরানের সময়ক্ষেপণের কৌশল

iraner-upon-nishedhagya-punorbohal
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির মতে, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ দেওয়া এক বার্তায় বলেছে, “এটি ইরানের পারমাণবিক কর্মসূচি লঙ্ঘনের বড় ধরনের প্রতিক্রিয়া, বিশেষ করে সামরিক কর্মসূচি ঘিরে। আমাদের লক্ষ্য স্পষ্ট ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেওয়া যাবে না। এই উদ্দেশ্য পূরণে বিশ্বকে সব ধরনের উপায় কাজে লাগাতে হবে।”

শনিবার ইউরোপীয় স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত প্রস্তাবগুলো অনুযায়ী ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। যদিও চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় এ প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত তা সফল হয়নি।

২০১৫ সালের পরমাণু চুক্তি ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। চুক্তিটির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখা। তবে তেহরান আগের মতোই অভিযোগ অস্বীকার করে আসছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়