বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্টের সমবেদনা

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের এই প্রভাবশালী নারী নেত্রীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

এই শোকবার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার প্রভাবের প্রতি বিশেষ সম্মান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার বার্তায় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব এবং জনগণের জন্য তার ত্যাগ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন এবং প্রার্থনা করেন যেন মহান আল্লাহ শোকবিহ্বল পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তা শোকবার্তা পাঠাচ্ছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি থাকার পর শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমেছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এই শোকবার্তা প্রমাণ করে যে, বেগম খালেদা জিয়া কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন অত্যন্ত সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়