বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যারিবীয় সাগরে মার্কিন বিমান হামলা, চারজন নিহত

markin-biman-hamla-caribbean-venezuela
ছবি সংগৃহীত

মাদকবাহী নৌকায় চতুর্থ দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা উপকূলের কাছে শুক্রবারের এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি নৌকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের এ হামলায় চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি দাবি করেন, নিহতরা “নারকো-সন্ত্রাসী” এবং নৌকাটি বিপুল পরিমাণ মাদক বহন করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে হেগসেথ জানান, “আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র ঠেকাতে” এ অভিযান চালানো হয়েছে।

এটি চলতি মাসে চতুর্থ হামলা। এর আগে সেপ্টেম্বরের তিনটি অভিযানে ১৭ জন নিহত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার পক্ষে মন্তব্য করে দাবি করেন, নৌকাটিতে এত মাদক ছিল যা দিয়ে হাজারো মানুষকে হত্যা করা সম্ভব। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মাদক পাচারকে সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করা যায় না। মানবাধিকার সংগঠনগুলোও এ ধরনের হামলাকে অবৈধ হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে।

এদিকে ভেনেজুয়েলা উপকূলে সেনা মোতায়েন বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়