বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কারাগারে বন্দিদের পালানোর চেষ্টা, নেপাল সেনার গুলিতে নিহত ২

nepal-caragar-sangharsha
ছবি: সংগৃহীত

নেপালের রামেছাপ জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সংঘর্ষের সময় সেনা সদস্যদের গুলিতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই পরিস্থিতিতে গুলি চালানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতে বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পাঁচজন কিশোর নিহত হয়। জেন-জি আন্দোলনের জেরে নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে কয়েকজন বন্দি পালিয়ে যাওয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

নেপাল সেনাবাহিনী বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টা করা এবং পালিয়ে যাওয়া বন্দিদের আটক করেছে। বুধবারের তথ্য অনুযায়ী, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে। কাঞ্চনপুরের চাঁদনী এলাকায় ভারতে প্রবেশের সময় সাতজন বন্দিকে পুনরায় নেপালি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এছাড়া ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছেন।

হিমালয়ান টাইমসের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় মোট ৩৪ জন নিহত এবং ১,৩৬৮ জন আহত হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়