বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপাল: আন্দোলন ও সহিংসতার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী অলির ভ্রমণ নিষেধাজ্ঞা

nepal-oli-travel-ban
ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া যুব আন্দোলন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক দুর্দশাদুর্নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ছড়িয়ে পড়ে, সরকারি দমন-পীড়ণের পর দুই দিনের সহিংসতায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়। আন্দোলনের সময় সংসদ ও সরকারি অফিসে আগুন লাগানো হয়, যা অলি সরকারের পতনের কারণ হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি সহিংসতা তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছেন। কমিশন রোববার এই নিষেধাজ্ঞার সুপারিশ করে। স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

কমিশনের সদস্য বিগইয়ান রাজ শর্মা বলেন, এই পাঁচজনকে কাঠমান্ডু উপত্যকা ত্যাগ করার জন্যও অনুমতি নিতে হবে, কারণ তাদের যে কোনো সময় তদন্তের জন্য হাজির হতে হতে পারে।

এর আগে, নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান অলি ঘোষণা করেছিলেন যে তিনি দেশের বর্তমান সরকারের হাতে ক্ষমতা ছেড়ে পালাবেন না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়