ওমর এম ইয়াগি, সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসন এবারের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। ‘মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের মাধ্যমে তারা বৈশ্বিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এই বছর রসায়নে নোবেল পুরস্কার দিয়েছেন তিন বিজ্ঞানী। তাদের মধ্যে একজন হলেন ওমর এম ইয়াগি, যিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জন্ম ফিলিস্তিনি শরণার্থী পরিবারে হলেও মাত্র ১৫ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে তিনি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।
ওমর এম ইয়াগির পাশাপাশি এ বছরের নোবেল পেয়েছেন সুসুমু কিতাগাওয়া (জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়) ও রিচার্ড রবসন (অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়)। তাদের “মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক” উদ্ভাবন বৈজ্ঞানিক জগতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ওমর ইয়াগি বর্তমানে মার্কিন নাগরিক হলেও ২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। এই উদ্ভাবনের মাধ্যমে তিন বিজ্ঞানী বৈশ্বিক সমস্যা সমাধানে অবদান রাখায় নোবেল জয় করেছেন।
সূত্র: আল আরাবিয়া, টাইমস অব ইসরায়েল