
কোয়ান্টাম মেকানিক্সে বৈদ্যুতিক শক্তির সূক্ষ্ম পরিমাপের নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তিন গবেষক— জন ক্লার্ক, মিশেল এইচ. দেভরেট ও জন এম. মার্টিনিস।
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন গবেষক— যুক্তরাজ্যের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ. দেভরেট ও যুক্তরাষ্ট্রের জন এম. মার্টিনিস। তারা সবাই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।
মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এক সংবাদ সম্মেলনে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ বিষয়ক যুগান্তকারী গবেষণার জন্য এ তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে। এই আবিষ্কার আধুনিক কোয়ান্টাম প্রযুক্তি ও ইলেকট্রনিক যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্টকহোমে অনুষ্ঠিত আনুষ্ঠানিক নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী ডিসেম্বরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সূত্রঃ বাসস