বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে রাতভর সংঘর্ষে ২৩ পাকিস্তানি সেনা নিহত, আহত ২৯

pak-afghan-simanta-songhorsho
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুযায়ী, ২০০ জনেরও বেশি তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি। খবর আল জাজিরার।

আইএসপিআর আরও জানায়, সীমান্তে রাতভর সংঘর্ষে পাকিস্তানের ২৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

অন্যদিকে আফগান কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ রোববার (১২ অক্টোবর) এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানান, অভিযানে আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র দখল করেছে। তবে এই অভিযানে তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।

এদিকে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। টোলো নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুনার প্রদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক পাঠানো হয়েছে।

ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। দেশটি উভয় পক্ষকে পরস্পরের সার্বভৌমত্ব সম্মান করার এবং আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়