বিমান হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে আফগান-পাকিস্তান সীমান্ত। শনিবার রাতভর সংঘর্ষে আফগান বাহিনীর ১৯টি পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শনিবার রাতভর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে আফগান বাহিনীর ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের খবরে বলা হয়, আর্টিলারি, ট্যাংক ও ভারি অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনারা সীমান্তে পাল্টা আক্রমণ চালায়। এর আগে আফগান বাহিনীর ‘উসকানিমূলক’ হামলার অভিযোগ তোলে ইসলামাবাদ।
সংঘর্ষের সময় ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ বিভিন্ন পোস্ট থেকে আফগান সেনারা পিছু হটে যায় বলে দাবি পাকিস্তানের। এতে বহু আফগান সেনা হতাহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবেই এই সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। ইতোমধ্যে কাতার, ইরান ও সৌদি আরব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইসলামাবাদ কাবুলকে সতর্ক করে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।