বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে অগ্নি–প্রাইম উৎক্ষেপণ সফল

railvittik-agni-prime
ছবি: সংগৃহীত

ভারত প্রথমবারের মতো রেলপথে চলমান প্ল্যাটফর্ম থেকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি–প্রাইম’ উৎক্ষেপণের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে এটি প্রথমবারের মতো মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। অগ্নি–প্রাইমে রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, যা লক্ষ্যবস্তুতে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত করার ক্ষমতা রাখে।

প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক লঞ্চার ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রকে রেল নেটওয়ার্কের যেকোনো স্থানে দ্রুত স্থানান্তর করা সম্ভব এবং অল্প সময়ে কম দৃশ্যমান অবস্থায় উৎক্ষেপণ করা যাবে।

এই পরীক্ষার মাধ্যমে ভারত সেই দেশগুলির সারিতে যোগ দিয়েছে, যারা চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রাখে। রাজনাথ সিং ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং সশস্ত্র বাহিনীর বিজ্ঞানী ও কর্মকর্তাদের এই সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়