
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে তাকে জেলে যেতে হবে।
এটি ফ্রান্সের কোনো শীর্ষ নেতার জন্য নজিরবিহীন শাস্তি। অভিযোগে বলা হয়েছে, ২০০৭ সালের নিজের নির্বাচনী প্রচারের জন্য সারকোজি সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন। এর বিনিময়ে তার সহযোগীরা কয়েক মিলিয়ন পাউন্ড গ্রহণ করেছিলেন।
সারকোজির দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যেতে পারে, তবে কখন তা শুরু হবে, তা পরে নির্ধারণ করা হবে। প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে এক মাসের মধ্যে তার দণ্ড কার্যকর হওয়ার তারিখ জানানো হবে।
বিশেষভাবে, এই দণ্ড এমনভাবে দেওয়া হয়েছে যে, আপিল করলেও সারকোজিকে কারাগারে যেতে হবে। আদালতের রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সারকোজি বলেন, যদি আদালত চায় আমাকে জেলে ঘুমাতে, তবে জেলেই ঘুমাব।