
সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি।গত সপ্তাহে স্থগিত হওয়ার পর অবশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক।
সিইসির দফতর থেকে এর আগে রবিবার (৩১ আগস্ট)এ তথ্য নিশ্চিত করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।
চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে ‘রেডিয়েন্ট স্টারস’ প্রদর্শনী উদ্বোধন
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।
নিউজটি পড়েছেন : ১১৫