
সিরিয়ার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ৫ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, পার্লামেন্টের মোট আসন সংখ্যা ২১০, যার এক-তৃতীয়াংশ এমপি প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি নিয়োগ পাবেন। বাকি দুই-তৃতীয়াংশ আসনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন জনগণ।
সিরিয়ায় সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। তখন প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। তবে একই বছরের ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর অভিযানের ফলে আসাদ সরকারের পতন ঘটে। এই অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল শারা, যিনি পরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটান।
সানা জানিয়েছে, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, গণতন্ত্রের পথে অগ্রসর হওয়া এবং যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমে সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ভোট গ্রহণ সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা এবং সাম্প্রদায়িক সংঘাতের কারণে এক মাস পিছিয়ে ৫ অক্টোবর করা হয়েছে।