শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের হুঁশিয়ারি: তালেবানের ‘ভয়ংকর পরিণতি’ আসছে

trump-bagram-airbase-warning
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছেন। না দিলে দেশটিকে “ভয়ংকর পরিণতি” ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে চীনের প্রভাব বৃদ্ধি এবং ঘাঁটিতে অতীতের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগও তার উদ্বেগের কারণ। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ঘাঁটিটি পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং তা তৎক্ষণাৎ চায়।

শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা বার্তায় এবং হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সতর্ক করেছেন, ঘাঁটি না দিলে আফগানিস্তান “ভয়ংকর পরিণতি” ভোগ করবে।

২০১০ সালের সন্ত্রাসবিরোধী যুদ্ধে আফগানিস্তানের বৃহত্তম সামরিক স্থাপনা বাগরাম বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ২০২১ সালে শান্তিচুক্তির পর যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করলে তালেবান পুরো দেশ নিয়ন্ত্রণ নেয়। ট্রাম্প বলেছেন, যদি তালেবান ঘাঁটি ফেরত না দেয়, তা হলে তার কার্যক্রম সবাই শিগগিরই দেখবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়