বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৃটেন সফর শুরু রাজকীয় আতিথেয়তায়

trump-britain-sofor-2025
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাজকীয় আতিথেয়তা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃটেনে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। উইন্ডসর প্রাসাদে তাঁকে স্বাগত জানানো হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সামরিক শোভাযাত্রা ও বন্দুক স্যালুটের মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার রাজকীয় আতিথেয়তা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃটেনে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। এটি তাঁর প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বৃটেন সফর। উইন্ডসর প্রাসাদে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া স্বাগত জানানো হয় লাল গালিচা, বন্দুক স্যালুট, সামরিক ফ্লাইপাস্ট এবং এক রাজকীয় ভোজসভার মাধ্যমে। ব্রিটিশ সরকার জানিয়েছে, এটি কোনো রাষ্ট্রীয় সফরের জন্য সর্ববৃহৎ সামরিক আনুষ্ঠানিকতা।

সফরের লক্ষ্য দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ নিশ্চিত করা। সফরের সময় মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল ও ওপেনএআই-এর মতো সংস্থাগুলো বৃটেনে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া লন্ডনে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় ১৬০০ পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে। জনমত মিশ্র প্রতিক্রিয়ার, কেউ ট্রাম্পের সফরকে গুরুত্বপূর্ণ রাজনীতি মনে করছেন, আবার কেউ ক্ষুব্ধ। এর সঙ্গে রাজনৈতিক ও সামাজিক চাপ মোকাবিলায় প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়েছে ট্রাম্পের জনপ্রিয়তার ঘাটতি ও যুক্তরাষ্ট্র-ব্রিটেন নীতি বিষয়ক আলোচনা।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়