মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা ইউক্রেনের পক্ষে সম্ভব। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, যুদ্ধ শুরুর সময়কার সীমানা পুনরুদ্ধার করা ইউক্রেনের পক্ষে সম্ভব। তিনি মনে করেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তা এবং রাশিয়ার ওপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপ এতে সহায়ক হবে।
অতীতে ট্রাম্প শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে বলে মন্তব্য করেছিলেন। তবে এবার তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন হয়তো এর চেয়েও বেশি কিছু অর্জন করতে পারে। তিনি রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ উল্লেখ করে বলেন, বড় অর্থনৈতিক সমস্যার কারণে এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। তবে ক্রিমিয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জেলেনস্কি ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জাতিসংঘে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে এবং অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সরবরাহের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্পের পোস্ট তাকে বিস্মিত করেছে, তবে এটি ইউক্রেনের জন্য আশা জাগানো বার্তা। তিনি মনে করেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে।
এদিকে সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোন ও যুদ্ধবিমানের প্রবেশের অভিযোগ উঠেছে। ন্যাটো এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং আত্মরক্ষার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।