যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে ১২০ জনবল নিয়োগ দেবে। প্রার্থীরা ২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক, জুনিয়র প্রশিক্ষক ও প্রদর্শকের মতো পদের উল্লেখ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও থাকতে পারে।
নিয়োগ পরীক্ষার ধরন:
প্রাথমিকভাবে আবেদন বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে ৭০ নম্বরের প্রশ্ন থাকবে। কম্পিউটার অপারেটরসহ কিছু পদে প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরের দক্ষতা যাচাই করা হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রস্তুতির জন্য পরামর্শ:
পূর্ববর্তী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অনুসারে এবারও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতে পারে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে মাধ্যমিক পর্যায়ের বই থেকে প্রস্তুতি নেওয়া উত্তম। সংবাদপত্র এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে প্রস্তুতি নিতে হবে।
গ্রেডভিত্তিক পদ ও যোগ্যতা:
১৩তম গ্রেডে কম্পিউটার অপারেটর পদে ২ জন নিয়োগ পাবেন। এখানে যোগ্যতা হিসেবে বিজ্ঞানে স্নাতক এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ১৪তম গ্রেডে সাঁটমুদ্রাক্ষরিক পদে ২ জন এবং ১৫তম গ্রেডে প্রদর্শক পদে ১৯ জন নিয়োগ পাবেন।
বেতন-ভাতা:
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন পাবেন। ১৩তম গ্রেডে বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা, ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা, এবং ১৮তম গ্রেডে বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
আবেদনের লিংক:
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন dyd.teletalk.com.bd লিংকে।