বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে বড় ধরনের নিয়োগের ঘোষণা আসছে। ২২ হাজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান আগামী রোববার (২৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই নিয়োগ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই নিয়োগের আওতায় ক্যাডার এবং নন-ক্যাডার পদ উভয়েই থাকতে পারে। তবে এই পদগুলোতে নিয়োগের জন্য নিয়মিত বিসিএসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হবে, নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে, তা জানানো হবে সংবাদ সম্মেলনে।
মন্ত্রণালয়ের সূত্র মতে, সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা পর্যায়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণের লক্ষ্যে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। শূন্যপদ পূরণ হলে বিভিন্ন দপ্তরের দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে।
এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ একটি সুযোগ।