শীতের আগমনে প্রকৃতি যেমন বদলে যায়, তেমনি গৃহসজ্জা ও ঘরের যত্নেও আনতে হয় বিশেষ পরিবর্তন। এই সময়ে ঘরের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ। শীতকালীন সৌন্দর্য ফুটিয়ে তুলতে কীভাবে গৃহসজ্জা করা যায় এবং ঘরের যত্ন নেওয়া যায়, তা নিয়েই থাকছে বিশেষ কিছু পরামর্শ।
আসবাবপত্রের যত্ন
শীত শুরু হওয়ার আগেই ঘরের আসবাবগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন। পুরনো আসবাবগুলোর সৌন্দর্য বাড়াতে নতুন রঙ বা পলিশ করাতে পারেন। ধুলাবালি দূর করতে ভ্যাকুয়াম ক্লিনার ও ডাস্টার ব্যবহার করুন। দেয়ালে নতুন রঙের পরিবর্তে ওয়াল স্টিকার ব্যবহার করেও নতুনত্ব আনতে পারেন।
পর্দা ও কার্পেট
পর্দা ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ধুলাবালি প্রতিরোধ করে। তাই শীত আসার আগে এগুলো ভালোভাবে পরিষ্কার করা উচিত। কার্পেট ব্যবহার করে ঘরের মেঝেতে উষ্ণতার আবেশ তৈরি করুন। কার্পেটের ডিজাইন ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে ঘরের অভিজাত্য আরও বেড়ে যাবে।
পোশাক সংরক্ষণ
শীতে কাপড় সংরক্ষণের সময় সেগুলো ভালোভাবে রোদে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। যেসব পোশাক কম ব্যবহৃত হয়, সেগুলো ঢাকনাসহ কাভার্ডে রাখুন। এতে পোশাক সংক্রমণের ঝুঁকি কমবে।
আলোকসজ্জার পরিবর্তন
শীতে ঘরের আলোকসজ্জা বাড়িয়ে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা যায়। ঝুলন্ত লাইট বা ফ্লেমলেস ক্যান্ডেলের ব্যবহার ঘরের পরিবেশে আনে উষ্ণতা ও আকর্ষণ।
ছাদ ও বাগান
শীতকালে বাগান বা ছাদ কৃষির বিশেষ যত্ন প্রয়োজন। এই সময়ে গাছের পানির প্রয়োজন বেড়ে যায়। গাছ থেকে তোলা ফুল দিয়ে ঘর সাজানোর পাশাপাশি ডাইনিং বা ড্রইং রুমে ফুলের ব্যবহার করুন। এটি ঘরের সৌন্দর্যকে নতুন মাত্রা দেবে।
পড়ার জোন তৈরি
শীতের আরামদায়ক পরিবেশে পড়ার জন্য ঘরের একটি আলাদা জায়গা তৈরি করুন। সেখানে বই রাখার পাশাপাশি বসার আরামদায়ক ব্যবস্থা রাখুন। গেস্ট রুমের পাশে হলে এটি আরও কার্যকর হতে পারে।