শুষ্কতা, রোদে পোড়া বা ঘর্ষণের কারণে কনুইয়ের ত্বক অনেক সময় কালো দাগে ঢেকে যায়। তবে সহজ কিছু ঘরোয়া উপায়ে এ দাগ কমিয়ে আনা সম্ভব এবং কনুইকে করা যায় উজ্জ্বল ও নরম।
শরীরের অন্যান্য অংশের তুলনায় কনুইয়ের ত্বক তুলনামূলক মোটা ও শুষ্ক হয়। নিয়মিত যত্নের অভাব, রোদে পোড়া, অতিরিক্ত ঘর্ষণ বা ময়লা জমে অনেক সময় এ স্থানে কালো দাগ দেখা দেয়। কারণ, শরীরের অন্যান্য অংশের তুলনায় কনুইয়ের ত্বক তুলনামূলক মোটা ও শুষ্ক হয়। এতে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি অনেকেই অস্বস্তি বোধ করেন। বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া কিছু উপায় মেনে চললে এ দাগ সহজেই হালকা করা সম্ভব।
প্রথমত, লেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান দাগ দূর করতে সহায়ক। লেবুর রস ঘষে কিছুক্ষণ পর মধু ব্যবহার করলে ফল মেলে। দুধের ল্যাকটিক অ্যাসিড ও হলুদের অ্যান্টিসেপটিক উপাদান একসঙ্গে ত্বক উজ্জ্বল করে। তাছাড়া বেকিং সোডা ও দইয়ের মিশ্রণ মৃত কোষ দূর করে ত্বক ময়েশ্চারাইজ করে। প্রতিদিন স্নানের পর নারকেল তেল মালিশ করলে শুষ্কতা কমে আসে। একইভাবে অ্যালোভেরা জেল ত্বক আর্দ্র রেখে রঙ সমান করে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নিয়মিত এক্সফোলিয়েশন ও ময়েশ্চারাইজিং করলে কনুইয়ের ত্বক নরম ও উজ্জ্বল থাকবে। তবে ঘরোয়া পদ্ধতিতে কাজ না করলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।