বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুখে অতিরিক্ত ঘাম: কারণ ও সমাধান কী?

mukhe-otirikto-gham-karon-somadhan
প্রতীকী ছবি

হঠাৎ বা স্বাভাবিকের চেয়ে বেশি মুখে ঘাম হলে তা আত্মবিশ্বাস ও দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিপারস্পাইরেন্ট, বোটক্স ইনজেকশন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার ঘাম কমাতে কার্যকর।

মুখে অতিরিক্ত ঘাম হওয়া একটি সাধারণ সমস্যা হলেও স্বাভাবিকের চেয়ে বেশি হলে চিকিৎসাবিজ্ঞানে এটি হাইপারহাইড্রোসিস নামে পরিচিত। চর্মরোগ বিশেষজ্ঞরা জানান, মুখে অতিরিক্ত ঘাম শুধু শারীরিক সমস্যা নয়, এটি আত্মবিশ্বাস কমাতে এবং সামাজিক অস্বস্তি সৃষ্টি করতে পারে।

এ সমস্যার পেছনে থাকতে পারে বংশগত প্রভাব, এক্রিন গ্রন্থির অতিরিক্ত কার্যকলাপ, আবেগজনিত চাপ, কিছু ওষুধের প্রভাব, মেনোপজ বা আবহাওয়ার প্রভাব। চিকিৎসকরা মুখের ঘাম নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন সমাধান পরামর্শ দেন, যেমন অ্যান্টিপারস্পাইরেন্ট, বোটক্স ইনজেকশন, নির্দিষ্ট ওষুধ সেবন, পাউডার ব্যবহার বা প্রয়োজন হলে সার্জারি।

বিশেষজ্ঞরা মনে করেন, সমস্যা গুরুতর না হলেও সঠিক সময়ে চিকিৎসা নিলে ঘাম নিয়ন্ত্রণ করা সম্ভব এবং জীবনযাত্রা স্বাভাবিক রাখা যায়। তাই মুখে অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়