
ত্বক উজ্জ্বল করা, চুল মজবুত করা ও খুশকি দূর— সব কিছুতেই কার্যকর ভূমিকা রাখে চালের পানি। এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলে পুষ্টি জোগায়।
ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে চালের পানি। এতে থাকা ভিটামিন বি, ভিটামিন ই, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ ত্বক ও চুলের পুষ্টি জোগায়। এই উপাদান ত্বকের জ্বালাপোড়া কমায়, ময়লা পরিষ্কার করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, চালের পানি ফেস টোনার ও ফেসপ্যাক হিসেবে নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও স্থিতিস্থাপক হয়। অন্যদিকে, শ্যাম্পুর পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেললে চুল মজবুত হয়, বাড়ে উজ্জ্বলতা। এছাড়া কন্ডিশনার হিসেবেও এটি কার্যকর। খুশকি দূর করতেও চালের পানি উপকারী।
এক কাপ চাল ধুয়ে দুই কাপ পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ বা সারারাত ভিজিয়ে রাখলে এই পানি তৈরি করা যায়। ঠাণ্ডা করে তা সংরক্ষণ করে ব্যবহার করা সম্ভব। সহজলভ্য এই উপাদান এখন ঘরোয়া রূপচর্চার সহজ সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।