
কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। দাগ, কালচে ভাব এবং রোদে পোড়া ত্বক দূর করতে ঘরে বসেই ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে সচেতনদের জন্য কাঁচা দুধ কার্যকর উপাদান হিসেবে পরিচিত। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বকের মরা কোষ দূর করে, ভেতর থেকে পুষ্টি যোগায় এবং আর্দ্রতা বজায় রাখে। কাঁচা দুধের নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ হয়।
দাগ, কালচে ভাব ও রোদে পোড়া ত্বক দূর করতে বিশেষ মাস্ক তৈরি করা যায়। একটি পাত্রে ১ টেবিল চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগালে ব্রণ ও পিগমেন্টেশন কমে। সমপরিমাণ কাঁচা দুধ ও মধু মিশিয়ে ২০ মিনিট ত্বকে রাখলে আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়ে। এছাড়া চালের গুঁড়ো, কাঁচা দুধ ও মধু মিশিয়ে ম্যাসাজ করলে স্ক্রাবের মতো কাজ করে এবং ত্বক পরিষ্কার হয়। তবে সংবেদনশীল ত্বকে কাঁচা দুধ ব্যবহার করার আগে সতর্ক থাকা উচিত।