Search
Close this search box.

বুধবার- ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার

খসড়া ভোটার তালিকা।
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদের পর নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে তালিকাটি উন্মোচন করা হয়।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জনে। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার, যা মোট ভোটারের এক দশমিক পাঁচ শতাংশ। তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৯৯৪ জন।

নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথমবার প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়ার পাঁচটি এবং ইউরোপের দুটি দেশে থাকা প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আরও ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণামতে, ১৭ জানুয়ারির মধ্যে যে কোনো দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। এগুলো শুনানি ও নিষ্পত্তি হবে ৩০ জানুয়ারির মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২ মার্চ।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির কাজ শুরু হবে। যাদের নাম এখনও তালিকায় নেই, তারা অনলাইনে দ্রুত আবেদন করতে পারবেন।

তিনি বলেন, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং তালিকা হালনাগাদের কাজ সফল করতে স্থানীয় পর্যায়ে সবার সহযোগিতা প্রয়োজন।

শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য খাতে উন্নয়নের মতোই নির্বাচনী ব্যবস্থার আধুনিকায়নেও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় জনগণ ও প্রবাসীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়