
অমর একুশে বইমেলায় এক বুকস্টলে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘একুশে বইমেলা বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার প্রতীক। এখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা কেবল আইনশৃঙ্খলার ব্যত্যয় নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের চেতনাকেও অবমাননা করে।’
ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বইমেলায় নিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষ করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।