Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: দর্শক২৪

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চলমান ‘বিদেশী বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি (এফআইপিএ)’ নিয়ে আলোচনা হয়। কানাডিয়ান মন্ত্রী জানান, চুক্তি স্বাক্ষরিত হলে কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। জবাবে কানাডার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা সবসময় খোলা।’ পাশাপাশি, তিনি কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা ‘বেগমপাড়া’ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’ কানাডার মন্ত্রী সাড়া দিয়ে বলেন, ‘আমরা চাই না অবৈধ সম্পদ কানাডায় থাকুক।’

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডার সমর্থন, জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কানাডার হাইকমিশনার অজিত সিং ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়