Search
Close this search box.

শনিবার- ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মূল্যস্ফীতি যা দেখাচ্ছে, তাই বাস্তব: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

মূল্যস্ফীতি যা দেখাচ্ছে
অর্থ উপদেষ্টা

বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতির হার নিয়ে কোনো কারচুপি করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগে যেখানে কিছু তথ্য ‘সংশোধিত’ দেখানো হতো, এখন তা পুরোপুরি বাস্তব চিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর ষষ্ঠ সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, বিবিএসকে নির্দেশ দেওয়া হয়েছে প্রকৃত তথ্য প্রকাশ করতে। এখানে কোনো কারচুপির সুযোগ নেই। তাই এখন মূল্যস্ফীতির যে হার দেখানো হচ্ছে, তা একদম বাস্তব। এছাড়া তিনি দেশের আর্থিক খাতের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন। বিশেষত, শেয়ারবাজার নিয়ে তিনি বিনিয়োগকারীদের সচেতন থাকার আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা পুঁজিবাজারের অবনতি প্রসঙ্গে বলেন, বিনিয়োগকারীরা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যেগুলোর কোনো স্থায়ী মূল্য নেই। এর ফলে শেয়ার কেনার পর সেগুলো কিছুদিনের মধ্যেই অপ্রয়োজনীয় কাগজে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের এই পরিস্থিতির জন্য বিনিয়োগকারীদের এককভাবে দায়ী করা ঠিক হবে না। তবে বিনিয়োগের আগে প্রতিটি শেয়ারের প্রকৃত অবস্থান বিশ্লেষণ করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বিএবি’র চেয়ারম্যান আবদুল হাই সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়