Search
Close this search box.

শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তির বিশেষ উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ১০ নভেম্বর নতুন তিন উপদেষ্টা শপথ নেন, যা উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যাকে ২৪-এ উন্নীত করেছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরুদ্ধারে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্বে নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশের প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এটি লাইভ দেখার সুযোগ থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়