Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আর নেই। তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফ আর নেই। রবিবার (তারিখ উল্লেখ করুন) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (বয়স উল্লেখ করুন) বছর।

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিচারপতি আবদুর রউফ। সম্প্রতি তার হার্টের অপারেশন করা হয় এবং অবস্থার অবনতি হলে হার্টে পেসমেকার বসানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সময়কালেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা সুসংহত হয়।

এছাড়াও তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি, তিনি জাতীয় শিশু সংগঠন ‘ফুলকুঁড়ি’-এর সভাপতি এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।

বিচারপতি আবদুর রউফের কর্মজীবন ও নৈতিক আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়