সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১৩০৮ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে রেঞ্জ পুলিশ এলাকা ও মহানগর এলাকায় ব্যাপক ধরপাকড় চালানো হয়। বাংলাদেশ পুলিশ সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন জেলা থেকে ১০৩৪ জন এবং মহানগর এলাকা থেকে ২৭৪ জনকে আটক করা হয়েছে। শুধু গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আটক করা হয়েছে ৮২ জনকে।
শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর সরকার সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ঘোষণা দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সন্ধ্যার পর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। নিরাপত্তা রক্ষার্থে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।