Search
Close this search box.

মঙ্গলবার- ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থ উপদেষ্টা: দুর্বল ব্যাংক বন্ধ হবে না

দুর্বল ব্যাংক
কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার দেশের কোনো দুর্বল ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দেশের আর্থিক খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও তাদের স্থায়ীভাবে বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের আর্থিক খাতের নিয়ম-কানুন দুর্বল নয়। তবে ব্যাংকগুলো সেগুলো যথাযথভাবে পালন না করায় এবং কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে নজরদারি না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

অর্থ উপদেষ্টা জানান, কিছু ব্যাংক তাদের অবস্থান ফিরে পেতে কাজ করছে। ইসলামী ব্যাংকসহ কিছু ব্যাংক ইতোমধ্যে উন্নতির পথে রয়েছে। তবে যেসব ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে, তাদের কার্যক্রম বন্ধ না করে পর্যাপ্ত নজরদারি ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে বিভিন্ন নীতিমালা গ্রহণ করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার এবং এডিপি প্রকল্পগুলোর অপ্রয়োজনীয় খাত চিহ্নিত করে বাজেট ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথাও উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা।

সরকারি ব্যয় হ্রাসের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা স্বাভাবিক থাকবে। তবে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনা করা হবে।”

তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সুশাসন নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা আরও কার্যকর হতে হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়