Search
Close this search box.

মঙ্গলবার- ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তরায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

উত্তরায় গ্রেফতার হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
গ্রেফতার হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ঢাকার উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাতে উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তার নামে ঢাকায় বাড়ি, ফ্ল্যাট, জমি এবং বিলাসবহুল দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি রয়েছে। তাছাড়া, স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ থাকার তথ্যও পাওয়া গেছে।

কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দায়ের করা হত্যা ও হামলার মামলাগুলো সক্রিয় হয়। এরই ধারাবাহিকতায় কামরুল ইসলাম সর্বশেষ গ্রেফতার হলেন।

কামরুল ইসলাম বর্তমানে আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়