Search
Close this search box.

শুক্রবার- ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তার মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সহযোগিতা করায় তিনি গভীর কৃতজ্ঞ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কাতার-বাংলাদেশের সম্পর্ককে আরও উন্নত করতে তার আগ্রহের কথা জানান।

তারেক রহমান লেখেন, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সদয়ভাবে পরিবহন এবং সহায়তা দেওয়ার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর কৃতজ্ঞ।

তিনি আরও যোগ করেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত বুধবার সকালে লন্ডনে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হন এবং অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন।

বিগত ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরের পর এবারই প্রথম তিনি বিদেশে গেছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়