Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কারো ধমকে নয়, নীতির ভিত্তিতে কাজ করুন -প্রধান উপদেষ্টা

কারো ধমকে নয়, নীতির ভিত্তিতে কাজ করুন -প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় কোনো প্রকার রক্তচক্ষু বা হুমকির কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই। দেশের আইন ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের নিজ নিজ কর্মস্থলে এমন উদ্যোগ গ্রহণ করতে হবে, যা সৃজনশীলতা ও প্রশাসনিক দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করবে। প্রত্যেককে নেতৃত্বের গুণাবলী দেখিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিনের এ আয়োজনে সরকারি নীতি, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

এছাড়া, ডিসিরা বিভিন্ন প্রশাসনিক চ্যালেঞ্জ এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাতের খাবারের সময়ও নীতিগত আলোচনা চলবে বলে জানা গেছে।

সম্মেলনের শেষ দিনে বিভিন্ন সেক্টরে প্রশাসনিক উন্নয়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়