Search
Close this search box.

বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণের নিকট দায়বদ্ধতা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা মূল্যহীন: তথ্য উপদেষ্টা

জনগণের নিকট দায়বদ্ধতা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা মূল্যহীন: তথ্য উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন তা জনগণের নিকট দায়বদ্ধ থাকে। তিনি বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার মূল্য সম্পর্কে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। অনেক ক্ষেত্রেই সাংবাদিক সংগঠনগুলো ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের সঙ্গে আপস করে চলেছে, যা গণমাধ্যমের জন্য এক দুঃখজনক অধ্যায়।

তিনি আরও জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ন্যায্য বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে মালিক ও সম্পাদকদের প্রভাব থেকেও সাংবাদিকদের মুক্ত করতে হবে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।”

তিনি গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, “সংবাদমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ হতে হবে। জনগণের স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়