জুলাই-আগস্টের গণহত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। গ্রেপ্তারকৃতরা বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলকসহ আরও অনেকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও এই তালিকায় অন্তর্ভুক্ত।
এদের বিরুদ্ধে অভিযোগ, জুলাই-আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখার মাধ্যমে তারা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।
গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই প্যানেলের অংশ।
গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলাটি দেশের আইনের ইতিহাসে একটি বড় মাইলফলক।