জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারজিস আলম। ফাউন্ডেশনের কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন আনার ফলে এই পদ বিলুপ্ত করা হয়েছে।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী, এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে। প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), বর্তমানে এই দায়িত্ব পেয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পাশাপাশি, ‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি) থাকবেন।
ফাউন্ডেশন প্রথমবারের মতো আর্থিক সহায়তা প্রদান শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। সারজিস আলম ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
৩১ ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন ভ্যারিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে। পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফাইড আহতদের মধ্যে প্রায় ২ হাজার জন আর্থিক সহযোগিতা পেয়েছেন।
সারজিস আলম জানিয়েছেন, ফাউন্ডেশনের গতিশীলতা ধরে রাখার জন্য কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে এবং তিনি তার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। তিনি আরও বলেন, "নিজের সীমাবদ্ধতা বুঝে সিদ্ধান্ত নেওয়া কোনো দুর্বলতা নয় বরং সততার পরিচায়ক। আমি সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি এবং যখন মনে হয়েছে আরও বেশি সময় দেওয়া সম্ভব নয়, তখন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।"