Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান সাময়িক বরখাস্ত

ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান সাময়িক বরখাস্ত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই শীর্ষ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি বিধি লঙ্ঘন করে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ট্রাফিক (দক্ষিণ) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী তাদের ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তের ফলে বিপ্লব কুমার সরকারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এই বরখাস্ত আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষর করেছেন।

ডিএমপির দুই শীর্ষ কর্মকর্তার বরখাস্তের ঘটনায় পুলিশ বাহিনীর অভ্যন্তরে নানান আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, শৃঙ্খলা রক্ষায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়