Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা

তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে - যুব ও ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব।

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রে পরিণত হবে। দেশের পুনর্গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য, তাই এই প্রজন্মকে দায়িত্বশীলতার সঙ্গে অগ্রসর হতে হবে।

তিনি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই পরিবর্তনের ধারাকে টেকসই করতে হলে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক ট্রানজিশন নিশ্চিত করার চেষ্টা করছে, যেখানে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে, যা তরুণদের চেতনার জাগরণ ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করা হয়েছে, যাতে দেশের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও উজ্জীবিত হয়।

উপদেষ্টা জানান, দেশকে সত্যিকারের গণতান্ত্রিক পথে পরিচালিত করতে স্টেকহোল্ডারদের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন এবং অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন ।

দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতে, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদেরই হাত ধরে দেশের ভবিষ্যৎ বিনির্মিত হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়