Search
Close this search box.

বৃহস্পতিবার- ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে আদর্শ শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি: BIU ওরিয়েন্টেশন প্রোগ্রামে ধর্ম উপদেষ্টা

দেশে আদর্শ শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি: BIU ওরিয়েন্টেশন প্রোগ্রামে ধর্ম উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (BIU) স্প্রিং সেমিস্টার ২০২৪, ফল সেমিস্টার ২০২৪ এবং স্প্রিং সেমিস্টার ২০২৫ শিক্ষার্থীদের জন্য এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি, কারণ নৈতিকতা ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। তরুণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আরও মনোযোগী হতে হবে, কারণ তারাই ভবিষ্যতের পথপ্রদর্শক।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর সাইয়েদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, BIU শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং নৈতিক শিক্ষা প্রদানেও অগ্রগামী। আমাদের দায়িত্ব হল মানবিকতা ও আদর্শের চর্চা নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামছুল আলম, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আবদুল হাই শিকদার, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাইয়্যেদ শহীদুল বারী, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. বিএম শামসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামছুল আলম বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ তৈরি করেছে। এখানে শিক্ষার পাশাপাশি নৈতিকতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।

দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক অধ্যাপক আবদুল হাই শিকদার বলেন, BIU এমন একটি প্রতিষ্ঠান, যা নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। আদর্শ শিক্ষা ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়।

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার কাজী আখতার হোসেন সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়