Search
Close this search box.

বৃহস্পতিবার- ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা তারেক রহমান

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমান
ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমাদের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে। বহুমতের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য আজ অপরিহার্য।

তারেক রহমান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তারা একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তিনি শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে কখনো ভুলে যাওয়া যাবে না।

আওয়ামী লীগের শাসনব্যবস্থার সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই দুঃশাসনের মাধ্যমে জনগণের অধিকার খর্ব করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় অগ্রগতির পথে এই অবিচারগুলোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের আদর্শকে সামনে রেখে আমাদের ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে বহুমতের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়