বাংলাদেশ পুলিশের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না বরং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।
তিনি আরও বলেন, পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা আইন মেনে চলে এবং নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ বাহিনীকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত পুলিশ অফিসার হিসেবে দেশের সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হবেন। পেশাদারিত্ব বজায় রেখে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ওপর জনগণের আস্থা বাড়াতে হবে। পুলিশ বাহিনীর যেকোনো কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।